Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Impulse IT

ফ্রীল্যান্সিং

ফ্রীল্যান্সিং কি ?
বর্তমান সময়ে ফ্রীল্যান্সিং শব্দটি কারই অজানা  নেই ফ্রীল্যান্সিং বলতে আমরা মূলত আমাদের স্বাভাবিক কাজের পাশাপাশি অনলাইন এ একটি বাডতি উপার্জনের উত্স তৈরী করাকেই নির্দেশ করি

ফ্রীল্যান্সিং কারা করে ?
চাকরিজীবি , ছাত্র-ছাত্রী , গৃহিনী , বেকার সকলে নির্বিশেষে এটি করতে পারে

কেন ফ্রীল্যান্সিং করবেন?
অবসর সময়কে নষ্ট না করে ঘরে বসে বিনা পুজিতে অথবা সল্প পুজিতে গ্রহণযোগ্য আয় করাই ফ্রীল্যান্সিং এর মূল সুবিধা

ফ্রীল্যান্সিং এর জন্য কি প্রয়োজন ?
একটি কম্পিউটার , ইন্টারনেট সংযোগ ও ক্ষেত্রবিশেষে স্বল্প কিছু পুজি এছাড়াও , কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা এবং  সাধারণ ইংরেজি জ্ঞান (পডে বোঝার ও লিখার ক্ষমতা) থাকা প্রয়োজন

কারা এখানে সফল হয় ?
ফ্রীল্যান্সিং এ সফল হওয়ার জন্য প্রয়জন ধৈর্য , একনিষ্ঠতা , সততা , শেখার ও জানার মানসিকতা সর্বপরি গবেষণামূলক মনোভাব

কি  কাজ করতে হবে ?
এখানে বিভিন্ন শ্রেনীর কর্মীর জন্য বিভিন্ন ধাপের কাজ রয়েছে
  • প্রাথমিক ধাপ : এই ধাপের কর্মী হচ্ছে তারা, যারা ফ্রীল্যান্সিং জগতে সম্পূর্ণ নতুন । কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা আছে । এরা সাধারণত বিনা পুজিতে আয় করতে বেশি আগ্রহী হয়। এদের জন্য রয়েছে  PTC , PPC , Data Entry , Micro-Job, Chapcha-Solving  ও অন্যন্য কিছু কাজ ।
  • মধ্যম ধাপ : প্রাথমিক ধাপে কাজের অভিজ্ঞতা নিয়ে একজন কর্মী মধ্যম ধাপে অবতরণ করে । এদের অভিজ্ঞতার পাশাপাশি আছে কিছু নিয়ম কানুন ও কলা কৌশল সম্পর্কে ধারণা। এই ধাপে কর্মীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এরা স্বল্প পুজি বিনিযোগ এর মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করতে পারে। এই ধাপের কর্মীদের জন্য রয়েছে Online Marketing , E-Mail Marketing , Affiliate Marketing , Social Media Marketing ইত্যাদি। 
  • বিশেষ ধাপ : প্রাথমিক বা মধ্যম ধাপের কর্মী কোনো একটি বা একাধিক বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে এই ধাপে আসতে পারে । বিষয় হতে পারে Web Design and Development , Software Programming and Development , Graphics Design , Networking , SEO (Search Engine Optimization) এবং আরো অনেক কিছু । এই ধাপের কর্মীরা অধিকাংশ ক্ষেত্রেই ফ্রীল্যান্সিং কে মূল পেশা হিসেবে গ্রহণ করে ।
ফ্রীল্যান্সিং বিষয়ে কিছু কথা : 
  • এখানে রাতারাতি ধনী হবার কোনো সুযোগ নেই সময়, শ্রম ও মেধা বিনিযোগ করে এখান থেকে অর্থ উপার্জন করতে হয়
  • ধীরে ধীরে আয় বাড়বে প্রথম পর্যায়ে আয় কম অথবা না হলে ও ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে
  • ইন্টারনেট এ প্রত্যেকটি বিষয়ে অনেক গুলো ভুয়া সাইট আছে এগুলো থেকে সাবধান থাকতে হবে
  • টাকা উপার্জন করার পর টাকা উত্তোলন নিয়ে বাংলাদেশ এ কিছু সমস্যা আছে এগুলো নিয়ে আমাদের সাইট এ আলোচনা করা হয়েছে
  • পরবর্তিতে কিছু বিনিযোগ করে আয় বাড়ানো যায় প্রাথমিক পর্যায়ে বিনিযোগ না করাই ভালো
  • যেকোনো বিষয় সম্পর্কে বিস্তারিত না জেনে কাজ শুরু করলে ক্ষতির সম্ভাবনা আছে  
  • যারা সম্পূর্ণভাবে বেকার , তাদের জীবনের প্রথম পেশা হিসেবে ফ্রীল্যান্সিং কে বেছে নেবার জন্য আমি উত্সাহিত করি না
সমস্যাসমুহঃ
১। বাংলাদেশের ধিরগতির ইন্টারনেট সংযোগ।
   সমাধানঃ বাংলালায়ন (Banglalion) , কিউবি (Qubee) এর ও অনেকটাই দ্রুতগতি প্রদান করে।
২। বাংলাদেশে পেপাল অর্থ প্রক্রিয়াকারী নেই।
   সমাধানঃ পাইযা ও নিটেলার ব্যাবহার করে অনেকটা সমাধান সম্ভব।
৩। অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন এর জন্য জাতীয় পরিচয়পত্র ও ঠিকানা প্রমানপত্র প্রদান।
৪। অনেক বেশী কর ও বিবিদ খরচ।
পরবর্তী পৃষ্ঠাগুলোতে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে  






Sponsored Ads:

Blogger Maruf Apps Tunes Islamer Alo BD Amader Blog
PDF Tutorial Zone