Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Impulse IT

ই-মেইল রিডিং

ই-মেইল রিডিং কি?
ই-মেইল রিডিং হচ্ছে এক ধরনের ছোট ফ্রীলান্সিং সিস্টেম। এসব সাইট গুলতে অ্যাকাউন্ট করলে আপনার মেইল এড্রেস এ সাইট থেকে ই-মেইল যাবে । সেই ই-মেইল এ সংযুক্ত বিজ্ঞাপন এ ক্লিক করলে আপনি টাকা পাবেন।

আমি এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব , কারন এই কাজে অনেক বিশিষ্ট আপনি আমাদের PTC ও PPC পেজটিতে পাবেন । তাই এই পেজটি পড়ার আগে আমাদের PTC ও PPC পেজটি পড়ে নেবার অনুরোধ করছি।

কিভাবে মেইল রিডিং এর কাজ করা যায়ঃ
আপনাদের আমি এমন একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব, যার কার্যক্রম শুধুমাত্র মেইল রিডিং এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে আরও অনেক সুবিধা রয়েছেঃ
এক নজরে Donkey Mail -
১। Paid to Read E-mail: এখানে আপনাকে সাইট থেকে মেইল করা হবে। আপনি মেইল এ সংযুক্ত লিঙ্কে ক্লিক করলে টাকা পাবেন।
২। Paid to Click: এটি অনেক টা অনন্য PTC ও PPC সাইট এর মতই। এখানে ও আপনি ক্লিক করে টাকা আয় করতে পারবেন।
৩। Paid to Sign Up: এখানে আপনি কারও রেফারেল লিঙ্ক এ বিভিন্ন সাইট এ অ্যাকাউন্ট খুলে আয় করতে পারবেন। এটিতে ভাল অর্থ পাওয়া যায়। তাই, আমি এটি নিয়েই বেশি কাজ করি। এক্ষেত্রে মনে রাখবেন, যে মেইল দিয়ে আপনি Donkey Mails এ সাইন আপ করেছেন , ঠিক সেই মেইল দিয়ে অন্য সকল সাইটে সাইন আপ করবেন। নাহলে, আপনি টাকা না ও পেতে পারেন। এক সাইটে কখনওই ২ বার সাইন আপ করবেন না। এমনকি ২ বার কাজ পেলেও না। 

এছাড়াও, এখানে Paid to Promote, Paid to Review ইত্যাদি সুযোগ রয়েছে। আমি এগুলো নিয়ে কাজ করিনা। তাই, এগুলর বিস্তারিত বর্ণনাও দেবনা।

কাজের শুরুঃ
প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন। এবং আপনার মেইল অ্যাকাউন্ট প্রবেশ করিয়ে সাইন আপ করুন।
DonkeyMails.com: No Minimum Payout

এবার আপনার অ্যাকাউন্ট এ প্রবেশ (Log in) করুন।
উপরে প্রথম সারির মেনু থেকে Mambers পেজ এ যান।
এরকম একটি নিয়ন্ত্রণ প্যানেল (Control Panel) পাবেন। এবার তৃতীয় সারির প্রথম অপশন User Account Info তে ক্লিক করুন।
এখানে আপনি সঠিক তথ্য দিয়ে পুরন করুন। ই-মেইল গুলো আপনি কোথায় নেবেন, তার জন্য তিনটি বাছাইযোগ্য অপশন আছে।
অপশন ১। Site Inbox : এই অপশনটি নির্বাচিত করলে আপনার কাঙ্খিত ই-মেইল গুলো শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট ইনবক্সে থাকবে। আপনি যদি মনে করেন যে , আপনি প্রায় প্রতিদিনই সাইট এ লগিন করবেন। তাহলে, আপনি আপনি এই অপশনটি বাছাই করতে পারেন।

অপশন ২। eMail Address : এই অপশনটি নির্বাচিত করলে আপনার কাঙ্খিত ই-মেইল গুলো শুধুমাত্র আপনার ই-মেইল ইনবক্সে থাকবে। আপনি যদি মনে করেন যে , আপনি সাইট এ নিয়মিত লগিন করবেননা। তাহলে, আপনি আপনি এই অপশনটি বাছাই করতে পারেন। সেক্ষেত্রে, আপনি ই-মেইল ইনবক্স থেকে মেইল এ ক্লিক করে আয় বাড়াতে পারবেন। অ্যাকাউন্ট এ লগিন করতে হবেনা।


অপশন ৩। Site Inbox & eMail : এই অপশনটি নির্বাচিত করলে আপনার কাঙ্খিত ই-মেইল গুলো আপনার অ্যাকাউন্ট ইনবক্সে থাকবে এবং একটি কপি আপনার ই-মেইল এ ও চলে যাবে । আপনি যদি সাইট এ লগিন করেন, সেখান থেকে মেইল পড়তে পারবেন ।আবার, ই-মেইল ইনবক্স থেকে ও পড়তে পারবেন। যদিও, একটি মেইল থেকে শুধুমাত্র একবারই আপনি আয় করতে পারবেন।
উপরের অপশনগুলো থেকে আপনি বাছাই করবেন, কোন কোন বিভাগ এর মেইল আপনি পেতে চান । আমি এখনে Adult (21+) অপশন ছাড়া বাকি সবগুলোই সিলেক্ট করেছি। কারন এই অপশন অনেক অসামাজিক তথ্য ও ছবি থাকতে পারে। 

 Payment Method / Payment Processor অপশন থেকে Payza সিলেক্ট করুন। এবং অ্যাকাউন্ট আইডিটি দিন। Payza অ্যাকাউন্ট না থাকলে এখানে ক্লিক করুন এবং অ্যাকাউন্ট খুলে নিন। 

এবার আপনার পরিবর্তিত অবস্থা সংরক্ষন (Save) করার জন্য উপরে চিহ্নিত বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে Save Changes বাটনে ক্লিক করুন। ভুলেও, Cancel Account এর বক্সে পাসওয়ার্ড দেবেননা। তাহলে আপনার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে মুছে যাবে। এবং, আপনি আপনার অর্জিত সমস্ত অর্থ হারাবেন।  
আয় করা শুরুঃ 
এখন থেকে আপনি নিয়মিতভাবে মেইল পেতে থাকবেন।
এখানে একটি মেইল এর নমুনা (Sample) দেয়া হল। 

Donkeymails paid mail

লিঙ্কে ক্লিক করার পর পাশে অন্য ট্যাবে Donkey Mails এর একটি পেইজ ওপেন হবে। ওই পেইজে একটি কেপচা কোড থাকবে। ছবি দেখে সঠিক সংখ্যাতে ক্লিক করতে হবে।



উপরের চিত্রে , 8759 সঠিক সংখ্যা, তাই নিচের সারিতে 8759 এর উপর ক্লিক করলে বিজ্ঞাপনটি চালু হবে।


 এখানে , বলা হয়েছে  ১৫ সেকেন্ড এর বিজ্ঞাপনে ০.২৫ সেন্ট দেয়া হবে। এই পেইজে আপনাকে নির্ধারিত সময় (৫-১০-১৫ সেকেন্ড) অপেক্ষা করতে হবে। তার পর নিচের মত একটি সফল বার্তা আসবে।

এখন আপনার বিজ্ঞাপনটি দেখা শেষ। এই সাইটে আপনি বিজ্ঞাপনে ক্লিক করে ১৫ সেকেন্ড অন্য কাজ করতে পারেন। যেহেতু, ফ্রিলেনসারের জন্য ১৫ সেকেন্ড সময় ও অনেক গুরুত্বপূর্ণ। তবে এটি শুধু মাত্র Donkey Mails এর ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যোন্য সাইটে আপনাকে ক্লিক করে ওই পেইজেই অপেক্ষা করতে হবে নির্ধারিত সময় হওয়া পর্যন্ত। এই সাইট এ শুধুমাত্র মেইল এর আয় এর আশায় বসে থাকলে চলবে না। অন্যোন্য সুযোগ সুবিধা গুলও ব্যাবহার করতে হবে।

এখনো অ্যাকাউন্ট না খুলে থাকলে এখানে ক্লিক করুন।
এরকম আরও একটি সাইটে অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।

7 comments:

  1. ami account khule kaj kora start kroci.akhane point income kore ki lav?aita to kono kaje lagano jasse na? ba exchange o kora jasse na? ki korbo ....?

    উত্তরমুছুন
  2. পয়েন্টের বিনিময়ে আপনি শুধুমাত্র মেইল এর প্যাকেজ ক্রয় করতে পারবেন। অর্থাৎ পয়েন্ট এই সাইটেই ব্যাবহার করতে হবে। তাই, আমি পয়েন্ট আয় না করার জন্যই বলবো... ধন্যবাদ

    উত্তরমুছুন
  3. ধন্যবাদ হাবিবুর রহমান ভাই, এখানে ৪০০ টি মেইলে ক্লিক করলে ১ ডলার (৮০ টাকা) ও ১০ টি সাইন আপ এর কাজ করলে ১ ডলার (৮০ টাকা পাবেন) । কাজের পরিমান নির্ধারণ করে বলা সম্ভব না। কারন, কোন মাসে কাজ বেশী থাকে, কোন মাসে কাজ কম থাকে। এই সাইট আপনি আয়ের প্রধান উৎস হিসেবে ব্যাবহার করবেন না। শুধুমাত্র অবসর সময়কে কাজে লাগিয়ে মাস শেষে ইন্টারনেট বিল তুলতে পারবেন আশা করি।

    উত্তরমুছুন

Sponsored Ads:

Blogger Maruf Apps Tunes Islamer Alo BD Amader Blog
PDF Tutorial Zone