Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Impulse IT

PTC ও PPC

PTC PPC কি ?
PTC শব্দের অর্থ হচ্ছে Paid To Click এবং PPC শব্দের অর্থ হচ্ছে Pay Per Click । এই দুটি প্রায় সমার্থক ও কাজের ধরন ও একই । এই কাজের বৈশিষ্ট হলো বিভিন্ন কোম্পানির কিছু বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে আপনি আয় করতে পারেন । প্রাথমিক পর্যায়ে এই কাজ শুরু  করলেও পরবর্তিতে স্বাভাবিক অবস্হায় মানে সল্প পরিশ্রমে এর মাধ্যমে খুব বেশি আয় করা যায় না । তবে অল্প কিছু বিনিযোগ করে Primium Membership নিয়ে অথবা Refer করে আয় বৃদ্ধি করা যায় ।

এ ব্যাপারে আমি একটি উদাহরণ দি , আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে ইলেকট্রনিক্স বিষয় এ আমাদের ঝালাই মেশিন সার্ভিসিং শেখানো হয় । জানতে কোনো সমস্যা নেই । প্রয়োজনে কাজে ও লাগতে পারে । কিন্তু, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কখনও কি ঝালাই মেশিন সার্ভিসিং কে  পেশা হিসেবে নেবে ? এটিও অনেকটা সেরকম । আমাদের অপ্রোজনীয় সময় কাজে লাগিয়ে স্বল্প কিছু আয় । তবে আয় বৃদ্ধি করার কলা-কৌশল আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ।

ক্লিক এর কাজ নিয়ে আমাদের মধ্যে কিছু অর্ধসত্য ধারণা প্রচলিত আছে। গুনীজনেরা বলে গেছেন, অর্ধসত্য মিথ্যা অপেক্ষা ভয়ংকর। এখানে ও ঠিক তাই । আমাদের প্রচলিত ধারণাগুলো হলো যত ক্লিক তত টাকা , ক্লিক করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় আমি নিচে এগুলোর বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি ।

ইন্টারনেট এ ক্লিক এর উপর হাজার হাজার সাইট আছে । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এগুলোর ৯০% এ ভুয়া । এগুলোতে ক্লিক করলে আপনি ঠিক এ একাউন্ট এ ব্যালান্স দেখতে পাবেন । কিন্তু ই দেখা পর্যন্ত এ সীমাবদ্ধ । ওই টাকা আপনি আর তুলতে পারবেন না । হাতে ও পাবেন না ।


কখন বুঝবেন একটি সাইট ভুয়া ?
স্বাভাবিক অবস্থায় সঠিক সাইটগুলো Standard Account (বিনামূল্যের একাউন্ট) ৩ সেকেন্ড এর ক্লিক এ ০.০০১ USD (সামান্য কম বা বেশি হতে পারে) ও ৩০ সেকেন্ড এর ক্লিক এ ০.০১ USD দিয়ে থাকে । যা যথাক্রমে বাংলাদেশি টাকায় ৮ পয়সা থেকে ৮০ পয়সা পর্যন্ত (প্রায়) হয়ে থাকে । কিন্থ ভুয়া সাইট গুলো প্রতি ক্লিক এ বাংলাদেশি টাকায় ৩-৫ টাকা পর্যন্ত দিয়ে থাকে ।

কখন বুঝবেন একটি সাইট সঠিক ?
 যে সাইটগুলো এখন পর্যন্ত টাকা দিয়ে আসছে সেগুলোকে আমরা সঠিক সাইট হিসেবে চিহিত করি । তবে মনে রাখতে হবে সঠিক সাইটগুলোও কোনো এক সময় অর্থ প্রদান বন্ধ করে দিয়ে ভুয়া সাইট এ পরিনত হতে পারে আবার বন্ধও হয়ে যেতে পারে । তাই বিনিযোগ করার পূর্বে আমাদের অবশ্যই সাইটটি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে । সাইট সম্পর্কে জানার জন্য সাইট এর নাম লিখে Google এ সার্চ করলে সাইটটির ফেন পেজ এ ও বিভিন্ন ফোরাম এ গ্রাহকগণ কি মন্তব্য করেছে তা পড়ে সাইটটি সম্পর্কে জানা যাবে । নিচে আমরা দুটি সঠিক সাইট এর ঠিকানা ও কার্যপ্রণালী দিয়েছি ।
[দৃষ্টি আকর্ষণ : এক কম্পিউটার থেকে অথবা একই মডেম দিয়ে একই সাইট এ কখন ও একাধিক একাউন্ট খুলবেন না অথবা একাধিক একাউন্ট এ লগইন দেবেন না । আপনার আইডি / একাউন্ট অন্য কথাও লগইন করবেন না । তাহলে আপনার একাউন্ট ব্লক করে দেবার সম্ভাবনা আছে । এতে করে আপনি কাজ করে যে টাকা পেলেন তা আর তুলতে পারবেন না ]

ক্লিকসেন্স (Clixsense):

Clixsense
ক্লিকসেন্স হলো বহুল জনপ্রিয় একটি PTC সাইট । এই সাইট এ একাউন্ট ওপেন করার জন্য এখানে ক্লিক করুন ।

Clixsense Signup


  • এই ফরমটি পূরণ করুন |
First Name ফিল্ডে আপনার নামের প্রথম অংশ ।
Last Name ফিল্ডে আপনার নামের দ্বিতীয় অংশ ।
Email ফিল্ডে আপনার মেইল আড্রেস ।
Confirm Email ফিল্ডে পুনরায় আপনার মেইল আড্রেস ।
Username ফিল্ডে আপনার লগইন নাম ।
  • Signup Now বাটনে ক্লিক করুন ।
Clixsense Validation Link
  • এবার আপনার ইমেইল চেক করুন নিচের মত একটি মেইল Clixsense থেকে পাবেন । Inbox এ না পেলে Spam ফোল্ডার চেক করুন । তার পর ও না পেলে উপরের চিত্রের Resend Validation Link এ ক্লিক করুন ।
Clixsense Validation Mail
  • ইমেইল ওপেন করে নিচের মত লিংক টি তে ক্লিক করুন ।
Clixsense Varify
  • এবার নিচের চিত্রের মত লগইন প্যানেল এ ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।


Clixsense Sign In

  • এবার আপনাকে Clixsense টুলবার ইনস্টল করতে বলবে । কিন্তু এই টুলবার আপনার ব্রাউজার এর গতি কমাবে । তাই এটি বাদ দেবার জন্য No Thanks এ ক্লিক করুন । আপনি চাইলে পরবর্তীতেও এটি ইনস্টল করে নিতে পারবেন ।


Clixsense Toolbar

  • এবার আপনাকে সফল তথ্য দেখাবে ।
Clixsense Account Activate
  • এখন আপনাকে প্রোফাইল সেট করতে হবে ।
 Clixsense Update Account

এখানে Address, City, Postal Code, Mobile Phone. বাক্স এ আপনার বিস্তারিত ঠিকানা দিয়ে পূরণ করুন । পাসওয়ার্ড অপরিবর্তিত রাখতে চাইলে খালির রাখুন । Secret Question এ একটি গোপন প্রশ্ন নির্বাচন করুন ও Secret Answer এ তার উত্তর লিখুন । এই প্রশ্ন ও উত্তর সংরক্ষণ করুন । কারণ পরবর্তিতে একাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যায় এই উত্তরটি আপনার প্রয়োজন হতে পারে । Payment Method এ আপনি কিসের মাধ্যমে টাকা উত্তোলন করবেন তা নির্বাচন করুন । এবার Update Account এ ক্লিক করুন । নিচের চিত্রের মত একটি সফল তথ্য দেখাবে ।

এবার View Ads বাটনে ক্লিক করে বিজ্ঞাপনের পেইজে যেতে হবে ।

Clixsense View Ad

এখানে অনেকগুলো বিজ্ঞাপন আছে বিজ্ঞাপনের উপর ক্লিক করতে হবে
Clixsense Ad List

উপরের চিত্রে প্রথম Professional Forex Plarform - Learn Forex বিজ্ঞাপনটি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন এটিতে ক্লিক করে বিজ্ঞাপনটি ৩০ সেকেন্ড দেখলে আপনি ০.০১ USD বাংলাদেশী টাকায় প্রায় ৮০ পয়সা পাবেন । দ্বিতীয় Forex trading with the best। বিজ্ঞাপনটি ৩ সেকেন্ড এর। এটিতে ক্লিক করলে আপনি ০.০০১ USD বা ৮ পয়সা পাবেন । এখানে ০.০১ USD এর বিজ্ঞাপনটি Mini Ad এবং ০.০০১ USD এর বিজ্ঞাপনটি Mini Ad । বিনামূল্যের একাউন্ট (Standard Account) এ আপনি প্রতিদিন ১-৩ টি Mini Ad এবং ১০-৩০ টি Micro Ad দেখতে পারবেন । আপনি যদি ১৭ USD বা ১৩৬০ টাকা বিনিযোগ করে একাউন্টকে Standard থেকে Premium Upgrade করে নেন , তাহলে আপনি দিগুন পরিমান বিজ্ঞাপন ও অন্যন্য সুযোগ সুবিধা পাবেন। আপগ্রেড নিয়ে পরবর্তিতে আলোচনা করা হয়েছে। সুতরাং, প্রতিদিন ১০-১৫ মিনিট ব্যায় করে আপনার নিশ্চিত আয় দাড়াচ্ছে (১*০.০১) + (১০*০.০০১) = ০.০২ USD বা ১.৬ টাকা থেকে (৩*০.০১) + (৩০*০.০০১) = ০.০৬ USD বা ৪.৮ টাকা । তাহলে প্রথম পর্যায়ে মাসে আপনার আয় দাডাবে (১.৬*৩০) = ৪৮ টাকা থেকে (৪.৮*৩০) = ১৪৪ টাকা । খুব এ সামান্য টাকা তাই না ? পরবর্তিতে আমরা দেখব কিভাবে আয় বাড়াতে হয় আমরা একটি ক্লিক করার পর নিচের চিত্রের মত একটি লোডিং আসবে । তখন আপনাকে অপেক্ষা করতে হবে ।
Clixsense Loading
এবার নিচের চিত্রের মত অনেকগুলো ছবি দেখাবে । উপরে লেখা আছে Click On The Cat । মানে বিডাল এর উপর ক্লিক করুন । নিচে পাচটি ছবির মধ্যে আপনাকে বিডাল এর উপর ক্লিক করতে হবে । যদি লেখা থাকত , Click On The Dog । তাহলে আপনাকে কুকুর এর উপর ক্লিক করতে হত । 
Clixsense Photo
ক্লিক করার পর নিচের চিত্রটি দেখাবে সাইট সম্পূর্ণ লোড হওয়া পর্যন্ত । এক এক টি ক্লিক সম্পুর্ন হওয়ার পূর্বে যদি আপনি ব্রাউজার মিনিমাইজ করেন বা অন্য পেজ বা ট্যাব এ যান তাহলে আপনার ক্লিক স্থগিত হয়ে থাকবে । এবং কিছুক্ষণ পর ওই ক্লিকটি বাতিল হয়ে যাবে । তাই যে বিজ্ঞাপনে ক্লিক করবেন সেটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত ওই পেজটি ওপেন রাখতে হবে ।
Clixsense Loading
পেজ সম্পূর্ণ লোড হবার পর নিচের চিত্রের মত একটি টাইমার আসবে এটিতে একটি সংখ্যা থাকবে । সংখ্যাটি কমতে কমতে শূন্য (০) হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে । তার পর নিচের চিত্রের মত একটি সফল মেসেজ দেখাবে ।
Clixsense Success
এই মেসেজটিতে ০.০১ USD এর একটি ক্লিক সম্পূর্ণ হয়েছে। আপনার সম্পূর্ণ টাকার পরিমান পেইজে দেখতে পাবেন ।


 উপরের চিত্রে আমার মোট টাকার পরিমান ১০.০১২০ USD দেখা যাচ্ছে । মানে, আমি মোট ৮০০ টাকা (প্রায়) আয় করেছি ।
তাহলে, তাহলে আমরা আমাদের আয় ক্ষুদ্র পরিসরে শুরু করতে পারলাম । মনে রাখতে হবে , কোনো আয়ই ছোট নয় । কবি বলেছেন, "ছোট ছোট বালুকার কনা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল" । আমরা ও ছোট ছোট বালুকণা থেকে সাগর গড়ে তুলব । তার জন্য প্রয়োজন ধৈর্য , অর্তবিশ্বাস , সততা ও কঠোর পরিশ্রম । এখন আমরা দেখব , কিভাবে আয় বাড়াতে হয় ।


Affiliate / Referral :
রেফারেল হচ্ছে আপনার কোনো বন্ধু / পরিচিত কেউ যদি আপনার মাধ্যমে সাইটটি সম্পর্কে জানে এবং সাইট এ একাউন্ট খুলে ক্লিক করে , তার উপর আপনি ১০% কমিশন পাবেন । সে তার এ ঠিকভাবেই করবে , পাশাপাশি আপনার আয় ও বাড়বে । আপনি যদি ১০ জনকে একাউন্ট খুলে ক্লিক করা শিখিয়ে দেন । তারা প্রতি মাসে আপনার মত ১৪৪ টাকা করে আয় করে, তবে আপনার আয় দাড়াচ্ছে (১৪৪*১০)/১০ = ১৪৪ টাকা । এটি অনির্দিষ্ট আয় । আপনি যত খুশি রেফার করতে পারেন । যদি কোনভাবে কষ্ট করে ১০০ জনকে রেফার করেন তবে আপনার মাসে আয় দাড়াচ্ছে ১৪৪০ টাকা । সাথে আপনার ক্লিক এর আয় সহ যোগ করলে ১৪৪০ + ১৪৪ = ১৫৮৪ টাকা মাসে আয় , প্রতিদিন শুধুমাত্র ১০-১৫ মিনিট কাজ করে । আপনার একাউন্ট যদি প্রিমিয়াম হয় , তাহলে আপনার রেফার করা লোক যাকে রেফার করবে তার ক্লিক এর ও ১% আপনি পাবেন । আপনার প্রোগ্রামটি দেখে যদি আপনার রেফার করা ইউজাররা ১০০ জন করে রেফার করে কবে আপনার দ্বিতীয় লেভেল আয় দাড়াচ্ছে (১৪৪*১০০*১০০)/১০০ = ১৪৪০ টাকা । তাহলে আপনার মাসিক আয় হবে ১৪৪+১৪৪০+১৪৪০ = ৩০২৪ টাকা । বাংলাদেশের জন্য এটি কিন্তু খুব ক্ষুদ্র নয় । এখন আমরা দেখব কিভাবে রেফার করতে হবে ।
লগইন করার পর আপনার হোম পেজ এ My Affiliate Link এর পাশে নিচের চিত্রের মত একটি ওয়েব এড্রেস রয়েছে । এটিই আপনার জন্য নির্ধারিত Link । এই লিঙ্কটি ফেইসবুক / টুইটার / কল / এস.এম.এস এর মাধ্যমে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ।
 এই চিত্রে http://www.clixsense.com/?5785100 আমার রেফারেল লিংক । আপনার একাউন্ট এ লগইন করলে আপনার লিংক পাবেন । এই লিংক থেকে কেউ একাউন্ট খুললে সয়ংক্রিয়ভাবে সে আপনার রেফারেল হয়ে যাবে এবং আপনি আয় করতে শুরু করবেন । আপনার আয় তার কাজে কোনো প্রভাব ফেলবে না । আপনি চাইলে Affiliate > Invite Friends অপসন থেকে ই-মেইল এর মাধ্যমে ও বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন । আপনার মেইল খুলে সেখানে ক্লিক করে একাউন্ট খুললে সে আপনার রেফার হয়ে যাবে ।


 আপনি চাইলে নিজেও নিজের রেফার লিংক দিয়ে বন্ধুদের একাউন্ট খুলে দিতে পারেন তবে অবশ্যই আপনাক কম্পিউটার থেকে নয় এক কম্পিউটার থেকে একাধিক একাউন্ট খুললে বা লগইন করলে সবগুলো একাউন্ট এ বন্ধ করে দিতে পারে
রেফারেল ছাড়া আপনি কখনই আপনার আয়কে একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন না তাই রেফারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ

Premium Membership:
আমরা যখন বিনামূল্যের একাউন্ট খুলি, তখন আমাদের একাউন্ট থাকে Standard Account । আমরা চাইলে ১৭ USD  বা ১৩৪০ টাকা বিনিযোগ করে আমাদের একাউন্টকে এক বছরের জন্য Premium Account করে আয় বৃদ্ধি করতে পারি । চাইলে আমরা শুরুতেই টাকা দিরে প্রিমিয়াম অবস্থা থেকে বর্ধিত আয় শুরু করতে পারি। অথবা অল্প অল্প করে আয় করে যখন আমাদের আয় এর পরিমান ১৭ USD হবে, তখন ওই টাকা বিনিযোগ করেই একাউন্ট প্রিমিয়াম করতে পারি ।
আপনি প্রশ্ন করতে পারেন , কেন আমি টাকা দিয়ে প্রিমিয়াম করব?
আমি আগে ও কিছু কিছু বলেছি । আপনি সাধারণ ভাবে যে পরিমান বিজ্ঞাপন দেখতে পারবেন (প্রতিদিন), প্রিমিয়াম করলে তার দিগুন পরিমান দেখতে পারবেন । তখন আপনার আয় ও দিগুন হবে । সাধারণ একাউন্ট এ আপনি যাদেরকে রেফার করেছেন , শুধুমাত্র তাদের ক্লিক এর কমিশন পাবেন অপরদিকে প্রিমিয়াম একাউন্ট এ তারা যাদেরকে রেফার করেছে তাদের কমিশন ও আপনি পাবেন ১ বছরে সাদারণ একাউন্ট আপনার যদি (১৪৪+১৪৪৪) * ১২ = ১৯০৫৬ টাকা আয় করেন, তবে প্রিমিয়াম একাউন্ট এ আয় করবেন (২৮৮+১৪৪৪+১৪৪৪)*১২ = ৩৮১১২ টাকা তাহলে আপনার প্রশ্নের (কেন আমি টাকা দিয়ে প্রিমিয়াম করব?) উত্তরে আমি বলব ৩৮১১২-১৯০৫৬ = ১৯০৫৪ টাকা আয় করার জন্য ১৩৪০ টাকা বিনিযোগ করবেন আপনি  
অন্যন্য সুযোগ সুবিধা :
Standard Account এ  আপনি ৮ USD হলে টাকা উত্তোলন করতে পারবেন । Premium Account এ ৬ USD হলে ই টাকা তুলতে পারবেন । রেফারেল ক্লিক এর আয় দিগুন হবে । Premium Account এ আপনার রেফারেল ১ USD আয় করলে আপনি ০.৫ USD বোনাস পাবেন (প্রতি রেফারেল এর জন্য ১ বার) । এছাড়া এখানে Task , Offers , Clixgrid Game ব্যবহার করে আয় করার সুযোগ আছে ।  এগুলো তে ও Premium Mamber দের জন্য আলাদা সুযোগ সুবিধা আছে । সর্বোপরি আপনার প্রথম আয় এর জন্য Clixsense অত্যন্ত উপযোগি । এছাড়া Neobux ও অন্যন্য কিছু সাইট আছে এগুলোও প্রায় একই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে । Clixsense থেকে আমি নিজে টাকা উত্তোলন করেছি , তাই আমি এটির জন্য পরামর্শ দিয়ে থাকি । পরবর্তী কোনো সহযোগিতার এখানে কমেন্ট করুন । আমি চেষ্টা করব উত্তর দিতে । এখনো একাউন্ট না খুলে থাকলে এখানে ক্লিক করুন । আমার লিংক থেকে একাউন্ট খুলে প্রিমিয়াম করলে আমাকে আপনার একাউন্ট এর নাম মেইল করুন । আমি আপনাকে কিছু সুযোগ সুবিধা দেব ।
Clixsense এর কাছাকাছি আরেকটি বিশ্বস্ত সাইট হচ্ছে Neobux । এটিও অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে । এর একটি বাড়তি সুবিধা হচ্ছে এখানে রেফারেল কিনে নেয়া যায়। আপনি অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন। ইন্টারনেট এ হাজার হাজার ভুয়া সাইট আছে । তার মধ্যে এই দুটি থেকেই আমি টাকা তুলতে পেরেছি। তাই আমি আপনাদের এই দুটি সাইটেই কাজ করার পরামর্শ দেব।


 পেইজটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

পোস্ট ১-  Clixsense এর Clixgrid গেম
পোস্ট ২-  Neobux এর একটি কার্যোপযোগী কর্মপরিকল্পনা
পোস্ট ৩- Neobux এর রেফারেল কেনার বিস্তারিত বর্ণনা
পোস্ট ৪-  নিওবাক্স রেন্টেড রেফারেল ও পয়েন্ট এর পোস্টমর্টেম
পোস্ট ৪-  ক্লিকবাজদের (PTC) সফলতার কয়েকটি তরিকা
পোস্ট ৫-   মাইক্রো জবস - Crowd Flower

9 comments:

  1. vai ami broadband use kori and ami modem o use kori
    banglalink chalai ami amr modem theke account open koreachi broadban
    theke na so ami jodi advertise gulo broadband a connection diea dekhi
    tahole ki kono prb hobe payment withdraw korar somoy....aktu janaben..
    because broadband a bangladesha onek line chola tai banglalink a open koreachi and broadband diea ads dekhi...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ব্রডব্যান্ডে ক্লিক করতে পারেন। তবে অবশ্যই সবসময় ব্রডব্যান্ডেই লগ ইন করবেন। মাঝে মাঝে মডেম দিয়ে লগ ইন করতে যাবেন না।

      মুছুন
  2. ok vai thik achea ami apnar sob tutorial gulo porchi nice tutorial ....
    ami apnake fb te add koreachi please accept koirn....
    thank you...

    উত্তরমুছুন
  3. ভাই আমি একজন নিওবাক্সের গোল্ডেন মেম্বার। আমিার 100 টি রেন্টার রেফারেল আছে। কিন্তু পরের সপ্তাহে আরো 100 টি রেফারেল কিনতে গেলে দেখা যায় আমার রেফারেল লিংকে মাউস ধরলে এই মেসেজটি আসে
    no referrals available at the moment.এর কারন কি

    উত্তরমুছুন
  4. অনলাইন ইনকাম ব্লগিং করে ইনকাম এসিও সম্পর্কে জানতে নিচে লিংকে গিয়ে সিখে আসতে পারেন করুন www.hilplife.xyz জানতে এখানে ক্লিক করুন /

    উত্তরমুছুন

Sponsored Ads:

Blogger Maruf Apps Tunes Islamer Alo BD Amader Blog
PDF Tutorial Zone