Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Impulse IT

ওডেস্ক

The On Demand Global Workforce - oDesk
ওডেস্ক কি?
ওডেস্ক (Odesk) হলো বর্তমান বিশ্বে সবচয়ে জনপ্রিয় Freelancing সাইট এখানে ২ ধরনের ব্যবহারকারী আছে EmployerContractor। Employer হল কাজদাতা ও Contractor হল কাজগ্রহীতা । Employer রা বিভিন্ন ধরনের কাজ পোস্ট করে রাখে । Contractor রা কাজ পাওয়ার জন্য আবেদন করে Employer তার কাজের ধরন অনুযায়ী প্রয়োজন মত এক বা এখাধিক কর্মী যোগ্যতা দেখে বাছাই করে কাজের জন্য সে তার দর প্রস্তাব করে কর্মী ও তার নিজস্স দর প্রস্তাব করতে পারে দুইজন দর , কাজের সময় নিয়ে একমত হলে তখন কর্মী তার কাজটি পাবে কাজ করে তা প্রদান করলে Employer তার কাজ দেখে সন্তুষ্ট হলে তাকে দরকৃত অর্থ প্রদান করবে

কাজের ধাপঃ
  • প্রথমে আপনাকে একটি Employer অ্যাকাউন্ট খুলতে হবে
  • আপনার মেইল ভেরিফাই করতে হবে
  • আপনার প্রোফাইল ১০০% করতে হবে
  • Odesk Readiness Test এ পাস করতে হবে (১০০% সঠিক)
  • আপনি যে বিষয়ে কাজ চান সেই বিষয় এ পরিক্ষা দিতে হবে
  • কাজের জন্য আবেদন করতে হবে
  • কাজ গ্রহন করতে হবে
  • কাজ করে জমা দিয়ে পেমেনট নিতে হবে
  • টাকা নগদ করতে হবে

কিছু কথা জানা প্রয়জনঃ
  • কাজ পাবার আগে আপনাকে যে কোন একটি বা একাধিক বিষয়ে দক্ষ হতে হবে
  • ইংরেজি তে পারদর্শী হতে হবে
  • বিভিন্ন বিষয়ে পরিক্ষাতে ৫ এ কমপক্ষে ৩ পেতে হবে
  • এক কম্পিউটার বা মডেম দিয়ে কোন অবস্থাতেই একাধিক অ্যাকাউন্ট খোলা যাবেনা 
  • যে কাজ আপনি নিশ্চিতভাবে পারবেননা, তাতে আবেদন করবেন না
  • আপনার প্রোফাইল কে আকর্ষণীয় করে সাজাতে হবে
  • আবেদন করার সময় সহজ ও সাবলিল ভাষায় Cover Latter লিখতে হবে
  • অতিরঞ্জন করা যাবেনা
  • শতভাগ সততা বজায় রাখতে হবে
  • এখানে ২ ধরনের কাজ আছে
 1. Hourly   2. Fixed Price

Hourly হচ্ছে ঘণ্টা চুক্তিতে কাজ। এই কাজে আপনি প্রতি ঘণ্টার টাকা সাথে সাথে পেয়ে যাবেন। এটি করার জন্য আপনাকে Odesk Team সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। আপনি কাজ করার সময় Work Diary সক্রিয় করে রাখবেন। আপনার পারিশ্রমিক জমা হতে থাকবে। তবে, আপনার সফটওয়্যার প্রতি ৫ মিনিট পর পর আপনার পিসি এর একটি স্থিরচিত্র কাজ দাতার কাছে পাঠাবে। আপনি যদি Work Diary অন্য কাজ করে তাহলে কাজদাতা কোম্পানিতে রিপোর্ট করে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবে। Hourly কাজের সুবিধা হচ্ছে, এতে টাকা পাবার নিশ্চয়তা আছে।। উপরে যে কাজ গুলো করতে মানা করা হয়েছে, তার সবই ওডেস্ক থেকে নেয়া হয়েছে। কোন কারনে যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তাহলে আপনি আপনার আয় করা (যেগুলো তোলা হয়নি) সমস্ত অর্থ হারাবেন। তাছাড়া, এত কষ্ট করে সম্পূর্ণ করা অ্যাকাউন্ট টি ও হারাবেন । নতুন একটি কম্পিউটার ও মডেম কেনা ছাড়া আর কাজ করতে পারবেননা ।  তাই, সাবধান ।


Fixed Price হচ্ছে সম্পূর্ণ কাজ চুক্তি । আপনি কাজ করে তাকে পাঠাবেন । সে কাজ দেখে যদি সন্তুষ্ট হয়, তবে টাকা প্রদান করবে। আর না হলে করবেনা । এখানে প্রতারনার সুযোগ আছে । কাজ করার পর যদি আপনাকে টাকা না দে, তাহলে কিছু করার নেই । সে ক্ষেত্রে, আপনি যদি কোন অংশ (%) অগ্রিম নিয়ে থাকেন, সেটিই আপনার থাকবে। আপনি যদি কোন দাতার কাজ আগে করে থাকেন, এবং সে টাকা দিয়ে থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় তাকে বিশ্বাস করতে পারেন। এছাড়া তার প্রোফাইল দেখে ও বুজতে পারবেন। প্রোফাইল এ যদি Payment Method Not Verified লেখা থাকে তাহলে সে প্রতারক হবার সম্ভাবনা অনেক বেশি । কারন তার কোন আর্থিক হিসাব (Paypal, Payza, Scrill, Visa Card, Master Card) এ সংযুক্ত করা নেই। অপরদিকে যদি Payment Method Verified লেখা থাকে তাহলে সে প্রতারক হবার সম্ভাবনা অনেক কম । এছাড়াও , সে এখন পর্যন্ত কত ডলার বিনিয়োগ করেছে তা প্রোফাইল এ দেখা যায়। সেটি দেখেও আপনি তার সম্পর্কে ধারনা নিতে পারেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ । কাজদাতার কাছে কখনওই আপনার বেক্তিগত তথ্য যেমন, ঠিকানা , মোবাইল নাম্বার, ই-মেইল এড্রেস, স্কাইপি আইডি দেবেন না। প্রশ্ন উত্তর, দর দাম, কাজ লেনদেন , অর্থ গ্রহন সবই ওডেস্ক এর মধ্যেই করবেন । সে যদি এসব তথ্য ছায়,তার পর ও দেবেন না। তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
 নিচের ব্যানার এ ক্লিক করে ওডেস্ক অ্যাকাউন্ট খুলে নিন। ধন্যবাদ।
The On Demand Global Workforce - oDesk

1 comments:

Sponsored Ads:

Blogger Maruf Apps Tunes Islamer Alo BD Amader Blog
PDF Tutorial Zone