Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Impulse IT

মাইক্রো জবস

মাইক্রো জবস (Micro Jobs) কি ?
মাইক্রো জবস শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট কাজ। একে মাইক্রো ফ্রিলান্সিং ও বলা হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে, আপনাকে ছোট ছোট কাজ করতে বলা হবে আপনি সঠিকভাবে কাজ সম্পাদন করতে পারলে অর্থ প্রদান করা হবে। 
উদাহরনঃ কোন সাইট এ সাইন আপ করা, কোন ফেসবুক পেইজে লাইক দেয়া, ইয়াহু উত্তর দেয়া, ব্লগ এ পোস্ট দেয়া, ইয়ুটিউব এ মন্তব্য করা ইত্যাদি । পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

মাইক্রো জবস কেন করবেন?
* এখানে কাজের জন্য আবেদন করতে হয়না।
* কাজ পাবার সম্ভাবনা শতভাগ নিশ্চিত।
* অল্প সময় বিনিয়োগ করে ভাল আয় করা যায়।
* রেফারেল এর উপর নির্ভর করতে হয়না।
* কোন যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। (কাজই আপনার যোগ্যতা)

মাইক্রো জবস এর ধাপসমূহঃ
প্রথমে কাজের বর্ণনা ভালভাবে পড়তে হবে।
তার পর উল্লেখিত পদ্ধতিতে কাজ সম্পাদন করতে হবে।
কাজের প্রমান (Proof) দিতে হবে।

মাইক্রো জবস বিষয়ে যা না জানলেই নয়ঃ
এখানে ২ ধরনের কাজ আছে-
১। সাধারন কাজ (Basic Tasks)
২। বিশেষ কাজ (Hire Group Tasks)

সাধারন কাজঃ এটি সবার জন্য উন্মুক্ত । আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই এই কাজ করতে পারবেন।

বিশেষ কাজঃ এটি কিছু নির্দিষ্ট কাজ যা এমপ্লয়ার বা কাজদাতা তার পছন্দমত কর্মীকে দিয়ে থাকে। আপনি সাধারন কাজ করতে করতে আপনার প্রোফাইল এর বিশেষত্ব বাড়ালে এমপ্লয়ারগন আপনাকে তাদের গ্রুপ এ সংযুক্ত করে নেবে। এর জন্য কোন আবেদন এর প্রয়োজন নেই।

কাজের শুরুঃ
কাজ শুরু করার জন্য প্রথমে আপনাকে যে কোন একটি মাইক্রো জবস সাইট এ নিবন্ধন (Registration) করে সদস্য হতে হবে। 
অনলাইনে অনেক মাইক্রো জবস সাইট আছে। তার মধ্যে আমার কাছে মাইক্রো ওয়ার্কার্স  (microworkers) কে ভাল এবং বিশ্বস্ত মনে হয়, কারন আমি এই সাইট থেকে টাকা পেয়েছি।  
এখানে অ্যাকাউন্ট খুলতে এখানে অথবা নিচের চিত্রে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। তারপর Skip Ad এ ক্লিক করুন।
আপনার সঠিক নাম, পূর্ণ যোগাযোগের ঠিকানা (স্থায়ী) ও মোবাইল নাম্বার ব্যাবহার করুন। কারন, পরবর্তীতে এটি প্রমান করার জন্য আপনাকে জাতিয় পরিচয়পত্র ও বাড়ির বিদ্যুৎ বিল এর কপি প্রদান করতে হবে।

অনেকে পরামর্শ দেয় যে অ্যাকাউন্ট খোলার সময় দেশ (Country) আমেরিকা (USA) ব্যাবহার করার জন্য। তাহলে আপনি অনেক বেশী কাজ পাবেন এবং বেশী দাম এর কাজ পাবেন। কথাটি সত্য। কিন্তু, microworkers আপনার প্রথম পেমেন্ট দেওয়ার আগে আপনার বাড়ির ঠিকানায় একটি চিঠি (শুধুমাত্র একবার) পাঠাবে। ওই চিঠিতে একটি পিন কোড থাকবে। পিন কোড টি আপনার অ্যাকাউন্ট এ প্রবেশ করালে আপনার পেমেন্ট একটিভ হবে। আপনি যদি আমেরিকার ঠিকানা ব্যাবহার করেন , তাহলে আপনি ওই চিঠি কিভাবে পাবেন ? তবে হ্যাঁ, আপনার যদি আমেরিকাতে কোন নিকটাত্মীয় থাকে, এবং তার ঠিকানায় চিঠি গেলে আপনি পিন কোডটি (ফোনে / মেইলে) সংগ্রহ করতে পারেন , তবে আপনি (সম্পূর্ণ নিজ ঝুকিতে) আমেরিকার ঠিকানা ব্যাবহার করতে পারেন।


(সাইন আপ করতে সমস্যা হলে, যে ই-মেইল অ্যাকাউন্ট থেকে সাইন আপ করবেন সেই অ্যাকাউন্ট থেকে  আমাকে মেইল করুন। সাবজেক্ট লিখবেনঃ Microworkers Register Request । আমি অন্য পদ্ধতিতে আপনাকে অ্যাকাউন্ট খুলে দেব। আপনার যদি Proxy Server সম্পর্কে ধারনা থাকে , তাহলে আপনি ও খুলতে পারবেন) 

 অ্যাকাউন্ট খোলা এবং মেইল ভেরিফাই করা হয়ে গেলে, অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। নিচের মত একটি পেজ আসবে।

চিত্রের বর্ণনা ও কাজের ধারাঃ
(1) Jobs:
পূর্বে উল্লেখিত সাধারণ কাজ (Basic Tasks) , এগুলো সবার জন্য উন্মুক্ত । সাধারনত, লগ ইন করলে এই পেজটি খোলা থাকে । পরবর্তীতে এই পেজ এ আসার জন্য Jobs এ ক্লিক করতে হয়।

(2) HG Jobs:
পূর্বে উল্লেখিত বিশেষ কাজ (Hire Group Tasks) , এগুলো সবার জন্য উন্মুক্ত নয় । এই পেজ এ আসার জন্য HG Jobs এ ক্লিক করতে হয়। যখন আপনাকে কেউ তার গ্রুপ এ সংযুক্ত করবে  এবং কাজ প্রদান করবে, তখন নিচের চিত্রের মত হলুদ ব্যাকগ্রাউনড এ একটি সংখ্যা লেখা থাকবে। এই চিত্রে আমি ৬ টি বিশেষ কাজ পেয়েছি । তাই HG Jobs [6] লেখা । এটিতে কাজ করার পদ্ধতি সাধারণ কাজের মতই । কিন্তু, এখানে সময়ের সীমাবদ্ধতা আছে।



(3) Tasks I Finished:
এখানে আপনি যে কাজগুলো সম্পন্ন করেছেন, তার বিস্তারিত বর্ণনা দেখতে পাবেন। যেমনঃ কাজ কোন দিন জমা দিয়েছেন , অর্থ পেয়েছেন কি না, না পেলে কেন পাননি ইত্যাদি।
(4) [80c468c1] BD:
এখানে 80c48c1 হচ্ছে আপনার সতন্ত্র অ্যাকাউন্ট নাম্বার (Unique Account Number) , যা আপনাকে অন্য সব কর্মী থেকে আলাদা করবে। এটি পরিবর্তনযোগ্য নয়। এর ডান পাশে BD হচ্ছে আপনার দেশ (BD = Bangladesh) ডান পাশে Kazi Abdullah হচ্ছে আপনার পূর্ণনাম , যা পরিবর্তনযোগ্য নয়।  
(5) Success Rate:
এটি হচ্ছে আপনি কত শতাংশ কাজে সফল হয়েছেন , তার সংখ্যা। এটি প্রথম পর্যায়ে আপনার কাজে তেমন কোন ভুমিকা রাখবেনা। কিন্তু, পরবর্তীতে আপনার রেট যদি ৭৫% এর কম হয় তাহলে আপনি আর নতুন কাজ নিতে পারবেননা। আপনাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না আপনার রেট ৭৫% এর উপরে যায় । 
এ ক্ষেত্রে পরামর্শঃ
যে কাজ আপনি পারবেননা, তা গ্রহন করবেননা । তাহলে আপনার রেট সবসময় ৯০% - ১০০% থাকবে। আপনি বিশেষ কাজ (HG Jobs) পেতে ও সুবিধা হবে।

(6) Reak Home Biz Opp: Sign up:
এটি হচ্ছে কাজের নাম, যা দেখে আপনি বুঝতে পারবেন কাজটি কি। Job Name এর নিচে ধারাবাহিক ভাবে সবগুলো কাজের নাম দেয়া থাকে। উপরোক্ত কাজটি একটি সাইন আপ এর কাজ। অর্থাৎ তার রেফারেল লিঙ্ক (Referral Link) এ নির্দিষ্ট সাইট এ আপনি একটি অ্যাকাউন্ট খুললে (বিনামুল্যে) আপনাকে অর্থ প্রদান করবে।

(7) $ 0.11 :
Payment এর নিচে এবং নির্দিষ্ট কাজের ডানপাশে যে সংখ্যাটি থাকে তা হচ্ছে ওই নির্দিষ্ট কাজটির জন্য বরাদ্দকৃত অর্থের পরিমান। উপরের চিত্রে $ 0.11 হচ্ছে (6) নাম্বার এ উল্লেখিত সাইন আপ এর কাজটির জন্য বরাদ্দকৃত অর্থ হচ্ছে ০.১১ ডলার অর্থাৎ (০.১১ * ৮০) = ৮-৯ টাকা।

(8) 4:
Success Rate এর নিচে এবং কাজের নামের ডান পাশে লেখা সংখ্যাটি হচ্ছে এই কাজটিতে কতভাগ কর্মী সফল হয়েছে, তার সংখ্যা। উপরোক্ত কাজটিতে ৪ এর অর্থ হচ্ছে আপনার আগে যারা এই কাজটি করেছে , তাদের মধ্যে মাত্র ৪% কর্মী সঠিকভাবে অর্থ পেয়েছে। (তথ্যঃ কোন কাজের এই শতাংশ যদি ৭৫ এর কম হয়, তাহলে ওই কাজে আবেদন করা উচিত নয়।)

(9) 199/200:
Done এর নিচে এবং কাজের নামের ডান পাশে যে সংখ্যা দুটি রয়েছে, তা হচ্ছে ওই কাজটি কতবার কাজ দাতা চায় এবং কতবার করা হয়েছে। / এর ডানে ২০০ লেখা, অর্থাৎ কাজ্তি ২০০ বার করা হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। / এর বামে ১৯৯ লেখা অর্থাৎ কাজটি ১৯৯ বার করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম, এই কাজটি আর (২০০-১৯৯) = ১ বার করা হলেই বন্ধ হয়ে যাবে। এই ধরনের কাজে আবেদন করা উচিত নয়। কারন , আপনি করা অবস্থায় অন্য কেউ কাজটি করে ফেললে আপনি কাজটি করে ও টাকা পাবেননা। কমপক্ষে ১০ বার বাকি আছে এই ধরনের কাজ করাই নিরাপদ।

(10) $ 51.5000:
এটি আপনার বর্তমান সম্পূর্ণ অর্থ। আমার অ্যাকাউন্ট এ ৫১.৫ ডলার আছে। প্রায়, (৫১.৫*৮০) = ৪১২০ টাকা। এটি আমার গত মাসের আয় , যা এখনো উত্তলন করা হয়নি।

**  My Campaigns: 
এটি হচ্ছে আপনি নিজের উপার্জিত অর্থ দিয়ে অথবা অর্থ বিনিয়োগ (Deposit) করে যদি কোন কাজ কর্মীদের দিয়ে করিয়ে নিতে চান, তার অপশন। এখানে আপনি কাজদাতার ভুমিকা পালন করবেন। কাজ করিয়ে না নিতে চাইলে এই অপশন এ ক্লিক করবেন না। কারন ভুলক্রমে একটি কাজ চালু করে ফেলে আপনি আপনার উপার্জিত অর্থ হারাতে পারেন।

এখন আমরা একটি কাজের নাম (6) এ ক্লিক করে কাজ শুরু করব।





পোস্ট ১ - মাইক্রো জবস - Crowd Flower

পোস্ট ২ - Microworkers এর Beta Version ব্যাবহার করবেন না
Microworkers এর নতুন পদ্ধতি Beta Version ব্যাবহার করবেন না - See more at: http://onlinezonebd.blogspot.com/2013/10/microworkers-beta-version.html#sthash.1Rfd51nw.dpuf
Microworkers এর নতুন পদ্ধতি Beta Version ব্যাবহার করবেন না - See more at: http://onlinezonebd.blogspot.com/2013/10/microworkers-beta-version.html#sthash.1Rfd51nw.dpuf

পোস্ট ৩ - Microworkers এর Forum Post Jobs করার পদ্ধতি

পোস্ট ৪ - Microworkers এর Yahoo Answers Jobs করার পদ্ধতি

পোস্ট ৫ - মাইক্রো জবস - গিফট হান্টার ক্লাব (Gift Hunter Club) 
মাইক্রো জবস - গিফট হান্টার ক্লাব (Gift Hunter Club) - See more at: http://onlinezonebd.blogspot.com/2013/10/gift-hunter-club.html#sthash.o6gnytsS.dpuf
মাইক্রো জবস - গিফট হান্টার ক্লাব (Gift Hunter Club) - See more at: http://onlinezonebd.blogspot.com/2013/10/gift-hunter-club.html#sthash.o6gnytsS.dpuf
মাইক্রো জবস - গিফট হান্টার ক্লাব (Gift Hunter Club) - See more at: http://onlinezonebd.blogspot.com/2013/10/gift-hunter-club.html#sthash.1IBQp3Nc.dpuf
মাইক্রো জবস - গিফট হান্টার ক্লাব (Gift Hunter Club) - See more at: http://onlinezonebd.blogspot.com/2013/10/gift-hunter-club.html#sthash.1IBQp3Nc.dpuf

7 comments:

  1. যে যাই বলুক আমার বুবলিকে চাই,ক্যাল ঠাপানোর লাই।

    উত্তরমুছুন
  2. vai ami new id khullam.. kaj korte gele admission test sesh e "Error: API-E0000:IP address does not match." ei likha astecha.. plz help

    উত্তরমুছুন
  3. ভাই টাকা কিভাবে উত্তলন করতে হয় কি কি লাগে??..

    উত্তরমুছুন
  4. amar bank account nai ami amar vai er bank account e withdraw dici
    sb informatin amar vai er e dici
    payment ta ki pab

    উত্তরমুছুন
  5. খুব সুন্দর ও দরকারি একটি টিউটোরিয়াল

    উত্তরমুছুন

Sponsored Ads:

Blogger Maruf Apps Tunes Islamer Alo BD Amader Blog
PDF Tutorial Zone