Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Impulse IT

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

Microworkers এর Yahoo Answers Jobs করার পদ্ধতি

তথ্যঃ Microworkers সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Yahoo Answers Jobs কি? 
Yahoo Answers Jobs হচ্ছে একটি বিশেষ ধরনের কাজ , যে কাজে আপনাকে এমপ্লয়ার এর নির্দেশ মত একটি উত্তর দিতে হবে।
 
Yahoo Answers Jobs করতে কি কি লাগবে?
১। আপনার ইংরেজি লেখার দক্ষতা থাকতে হবে । যে কোন একটি বিষয় নিয়ে কমপক্ষে ৩০-৫০ অক্ষর এর একটি আর্টিকেল লেখার যোগ্যতা থাকতে হবে।
২। আপনার একটি Yahoo অ্যাকাউন্ট লাগবে। 
৩। আপনার একটি কমপক্ষে ২ লেভেল এর Yahoo Answers অ্যাকাউন্ট লাগবে। 

Yahoo Answers অ্যাকাউন্ট এর ২ লেভেল কিভাবে করব?
প্রথমে , answers.yahoo.com এ প্রবেশ করুন।
ইয়াহু অ্যাকাউন্ট লগ ইন করা না থাকলে , লগ ইন করুন।
এখানে , আপনাকে ২ লেভেল করার জন্য কমপক্ষে ২৫০ পয়েন্ট করতে হবে।

৩০০ পয়েন্ট এর বেশী করে রাখা ভাল। কারন , কোন কারনে আপনার পয়েন্ট ২৫০ থেকে কমে গেলে পুনরায় আপনার লেভেল ২ থেকে ১ এ চলে আসবে।

Yahoo Answers অ্যাকাউন্ট এর পয়েন্ট কিভাবে বাড়াবো ?

আপনি ইয়াহু আনসার অ্যাকাউন্ট এ লগ ইন করলেই এককালিন ১০০ পয়েন্ট বোনাস পাবেন। (শুধুমাত্র ১ বার)

প্রতিদিন ইয়াহু আনসার এ লগ ইন করলে ১ পয়েন্ট করে পাবেন।
আপনি যদি কারো প্রশ্নের উত্তর দেন, তাহলে আপনি ২ পয়েন্ট পাবেন।
আপনার দেয়া উত্তর যদি শ্রেষ্ঠ উত্তর নির্বাচিত হয় , তবে আপনি ১০ পয়েন্ট পাবেন। 
(আপনি প্রতিদিন ২০ টির বেশী প্রশ্নের উত্তর দিতে পারবেন না) 
তাই আমার মনে হয়, আপনি যে বিষয় বিষয় এ অভিজ্ঞ সে বিষয়ে উত্তর (সঠিক ও গ্রহণযোগ্য) দিলে আপনার উত্তর শ্রেষ্ঠ উত্তর নির্বাচিত হবার সম্ভাবনা অনেক বেশী। তাহলে, আপনি খুব দ্রুত লেভেল ২ করতে পারবেন।

আপনার পয়েন্ট কিভাবে কমবে?
আপনি কোন প্রশ্ন করলে ৫ পয়েন্ট কমবে  ।
আপনি নিজের দেয়া কোন উত্তর মুছে ফেললে ২ পয়েন্ট কমবে।
আপনার উত্তরে কেউ রিপোর্ট করলে ১০ পয়েন্ট কমবে। 

( বি দ্রঃ আপনার যদি এত কষ্ট করতে ইচ্ছা না হয়, তাহলে আমাকে ফেসবুকে নক করুন। আমি আপনাকে সহযোগিতা করব লেভেল ২ করতে)

লেভেল ২ ইয়াহু অ্যাকাউন্ট কেন লাগবে?
লেভেল ২ ইয়াহু অ্যাকাউন্ট লাগবে, কারন আপনি বিভিন্ন সাইট এর বিজ্ঞাপন এর কাজ করবেন। ইয়াহু আনসার এর নিয়ম হল , ২ বা ততোধিক লেভেল এর ব্যাবহারকারীরাই শুধুমাত্র সরাসরি লিঙ্ক (Clickable Link) দিতে পারে, যা কাজদাতা / এমপ্লয়ার দের অন্যতম চাহিদা।

এবার আসুন আমরা একটি ইয়াহু আনসার এর কাজ শুরু করিঃ

আমাদের কিছু বিষয় (সতর্কতা) জানা প্রয়োজনঃ

১। আপনি যে উত্তরটি দেবেন তা কখনোই অন্য কোন সাইট থেকে সরাসরি কপি করবেন না। অন্য সাইট থেকে ধারনা নিয়ে আপনি নিজের ভাষায় উত্তর দিতে হবে ?

ধরুন, একজন প্রশ্ন করেছে, আমার মোবাইল এর ডিসপ্লে আসছে না কেন? 

আর আপনি উত্তর দিলেন , মোবাইল কেনার জন্য এই সাইট এ যান, সাইট টি অনেক ভাল , কম দামে মোবাইল পাবেন , ইত্যাদি ইত্যাদি... 

যদিও উত্তরটি বিষয়ের সাথে সম্পর্কিত, তার পরও আপনার উত্তরটি গ্রহণযোগ্য নয়।

এ ক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন, (ইংরেজিতে) আমার মনে হয় আপনার মোবাইল টির ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। হাত থেকে পরলে, পানি ঢুকলে এরকম সমস্যা হতে পারে। আপনি আপনার নিকটস্থ কোন মোবাইল সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করুন। যদি , ঠিক না হয় তাহলে আপনাকে একটি নতুন মোবাইল কিনতে হবে । নতুন মোবাইল কেনার জন্য এই সাইটএ ভিসিট করতে পারেন। আমি যত দূর জানি , এখানে এখানে খুব কম দামে মোবাইল পাওয়া যায়। 


এই ধরনের উত্তর দিলে আপনি টাস্ক থেকে টাকা টো পাবেনই , তার সাথে আপনার উত্তরটি শ্রেষ্ঠ উত্তর হবার সম্ভাবনা আছে।
অর্থাৎ, আমি যেটি বোঝাতে চেয়েছি, সেটি হচ্ছে আপনার উত্তরটি যেন কোন ভাবেই স্প্যাম (Spam) এর মত না দেখা যায় । বোঝা না যায় যে, আপনি অর্থের বিনিময়ে একটি সাইট এর বিজ্ঞাপন করছেন।

২। যেখানে ওই প্রদানকৃত সাইটের একটি বিজ্ঞাপন আছে সেখানে বিজ্ঞাপন করবেন না। ধরুন, আপনাকে বলা হয়েচ্ছে http://onlinezonebd.blogspot.com এর বিজ্ঞাপন করার জন্য। আপনি বিষয়ভিত্তিক একটি প্রশ্ন খুজে বের করলেন , কিন্তু উত্তর দিতে গিয়ে দেখলেন যে আপনার আগেই সেখানে http://onlinezonebd.blogspot.com সংযুক্ত একটি বিজ্ঞাপন দিয়েছে । সেখানে , আপনি আর দ্বিতীয়বার বিজ্ঞাপন দেবেন না। নতুন একটি প্রশ্ন খুজে নিন।

৩। যেসব প্রশ্নের বয়স (যেদিন করা হয়েছে) ১৫ দিন এর কম অথবা ৪ বছর এর বেশী, সেগুলোর উত্তর না দিলে ভাল।
৪। যেসব প্রশ্নের শ্রেষ্ঠ উত্তর নির্বাচিত হয়ে গেছে, সেসব প্রশ্নের উত্তর না দিলে ভাল।\
৫। আপনার উত্তরের প্রথম বর্ণ অবশ্যই বড় হাতের অক্ষর (Capital Latter) হতে হবে ।
৬। লিঙ্কটি অবশ্যই What is Your Source (Optional) লেখা বক্সে দিতে হবে।

প্রথমে, আমাদের সুবিধা মত একটি ইয়াহু আনসার এর কাজ বেছে নিতে হবে।

এমপ্লয়ার চাহিদা (What is expected from workers?) ভালভাবে পড়তে হবে।

209.236.68.76 সংযুক্ত লিঙ্কটি তে প্রবেশ করুন (নতুন ট্যাবে)

এরকম একটি পেইজ আসবে।
এবার আরেকটি ট্যাব এ answer.yahoo.com এ প্রবেশ করুন।
 আগের পেইজটিতে নির্দেশিত কীওয়ার্ড দিয়ে প্রশ্ন খুজতে হবে।
Newest এ ক্লিক করার প্রয়োজন হলে ক্লিক করুন।

আমরা উপরোক্ত চাহিদার (কীওয়ার্ড) এর সাথে সম্পর্কিত একটি প্রশ্ন খুজে পেয়েছি।

এখানে আমি একটি উত্তর দিলাম, এবং সোর্স বক্সে নির্দেশিত লিঙ্কটি দিলাম । এবং Submit এ ক্লিক করলাম।
এখন, আমার উত্তরটি পোস্ট হয়ে গেছে।
এখন এড্রেস বার থেকে প্রশ্নটির লিঙ্ক কপি করে নেব।

এবার এই লিঙ্কটি দ্বিতীয় পেইজটিতে পেস্ট করতে হবে। এবং সাবমিট করতে হবে।

একটি সাত ডিজিট কোড পাবেন। 

যদি কোড না এসে কোন সতর্কীকরণ বার্তা আসে, তাহলে তা পরে দেখুন, এবং প্রয়জনে আগের উত্তরটি সম্পাদনা করুন। অথবা নতুন উত্তর দিন।

আপনার কাজ শেষ।

 যেসব টাস্কে 209.236.68.76 সংযুক্ত লিঙ্ক নেই, সেগুলোতে এমপ্লয়ার এর চাহিদা ভালভাবে পরে ইয়াহু আনসার দিয়ে দেন। প্রুফ বক্সে , আপনার আনসার অ্যাকাউন্ট এর নাম ও পোস্ট লিঙ্ক (যেভাবে এমপ্লয়ার চায়) দিয়ে দিন।

কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। যারা পোষ্টটি নিজেদের ব্লগ এ কপি করবেন, তাদের দিগুন ধন্যবাদ ।

Socializer Widget
SOCIALIZE IT →
SHARE IT →

19 comments:

  1. অনেক ধন্যবাদ, ভাল কিছু শিখলাম। ফ্রি সফটওয়্যার লাগলে Visit করতে পারেন www.biswasit.com

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ সাইদ রাসেল ভাই, পোস্টটি পড়ার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের ব্লগে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই আমি আপনার পোস্ট পরেছি এবং কোন মতে ৩২৮ পয়েন্ট পেয়েছি । কিন্তু টাকা পাবো কিভাবে সেটা দয়া করে বলেন ভাই...। আমার জিমেইল... myfaye236@gmail.com

      মুছুন
  3. ভাই আমি অনলাইন থেকে মাসে ৫-৬ হাজার টাকা আয় করতে চাই কিন্তু কোন কাজ করলে এটা সম্ভব জানিনা দয়াকরে আমাকে এ ব্যাপারে সাহায্য করুন............আমার ইমেইল.......simpledesignerbd@gmail.com

    উত্তরমুছুন
  4. Microworkers.com-এ yahoo answer -এর কাজ করতে গেলে যে লিংকটি দেয়া হয় key phrase খোজার জন্য সেই লিংগুলিতে গেলে কাজ করেনা। যেমন- http://209.236.68.39/click/wrL1sHA4kofbe0e8abWmF0LZo.
    দয়া করে উত্তর দিবেন।

    উত্তরমুছুন
  5. আপনার ফেইসবুকের আইডি লিংকটি দিন তো...

    উত্তরমুছুন
  6. Microworkersএ yahoo answer -এর কাজ করতে গেলে যে লিংকটি দেয়া হয় key phrase খোজার জন্য সেই লিংগুলিতে গেলে কাজ করেনা।তারা যে URL -এ যেতে বলে আর গেলেই show করে Malformed URL

    উত্তরমুছুন
  7. Bro... I'm Newton, recently I have started to work by Microworkers Yahoo Answer+Link submission. I'm answering by my keyword in Yahoo Answer but when I'm submitting in Yahoo Answer URL then my Yahoo Answer URL is not being submitted. I'm getting this message (ERROR | We can not detect a CLICKABLE link). Please help me so that I can do my work with eagerness.

    উত্তরমুছুন
  8. Very very Helpful.

    But i face same problem.

    Microworkersএ yahoo answer -এর কাজ করতে গেলে যে লিংকটি দেয়া হয় key phrase খোজার জন্য সেই লিংগুলিতে গেলে কাজ করেনা।তারা যে URL -এ যেতে বলে আর গেলেই show করে Malformed URL

    উত্তরমুছুন
  9. Microworkersএ yahoo answer -এর কাজ করতে গেলে যে লিংকটি দেয়া হয় key phrase খোজার জন্য সেই লিংগুলিতে গেলে কাজ করেনা।তারা যে URL -এ যেতে বলে আর গেলেই show করে Malformed URL - See more at: http://onlinezonebd.blogspot.com/2013/10/microworkers-yahoo-answers-jobs.html#comment-form

    উত্তরমুছুন
  10. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  11. ইয়াহু তে আমি আমার আর্ন করা পয়েন্ট কেমনে দেখবো প্লিস কিছু বলবেন
    আর এই পয়েন্ট দিয়ে আমার কি বেসিক ইনকাম হবে

    উত্তরমুছুন
  12. yahoo answer problem:

    http://209.236.68.39/click/2lvaMF0vD2a5afbfbdlZd2DCa
    (Malformed URL message)

    don't show any result this link. pleas help me

    উত্তরমুছুন
  13. Hello via
    Jokhon ami url ta open korte c tokhon amak
    Invalid url dekhai te se ki kora jai jodi ektu janaiten

    উত্তরমুছুন
  14. কিভাবে কাজ করবেন আপওয়ার্কে ( পর্ব- ২)
    http://wtechinfo.blogspot.com/2016/02/upwork-online-eraning-bangla-wtechinfo-outscerong-bangla-hasan.html

    উত্তরমুছুন
  15. ইয়াহু তে আমি আমার আর্ন করা পয়েন্ট কেমনে দেখবো প্লিস কিছু বলবেন
    আর এই পয়েন্ট দিয়ে আমার কি বেসিক ইনকাম হবে

    উত্তরমুছুন

Sponsored Ads:

Blogger Maruf Apps Tunes Islamer Alo BD Amader Blog
PDF Tutorial Zone